
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা খ্যাত বেনাপোল স্থলবন্দরে শুস্ক মৌসুমে অগ্নিকান্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে এবং জানমাল রক্ষার্থে, অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে বেনাপোল স্থলবন্দরের ১ নং শেড এর সম্মুখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বেনাপোল এর সহায়তায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। রোববার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে অনুষ্ঠিত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) ও উপ সচিব মো. শামীম হোসেন। বেনাপোল স্থল বন্দর পরিচালক মো. শামীম হোসেন বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর এবং কেপিআইভুক্ত স্থাপনা। বন্দরে শত শত কোটি টাকার আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষিত থাকে। ঢাকা বিমান বন্দরে আগুন লাগার পরে আমরা বেনাপোল বন্দরেও সতর্কতা অবলম্বন করছি। অগ্নিকান্ডের মতো ঘটনা বেনাপোল বন্দরে যাতে...
Developed by BDITHOST