নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। বিকাল ৪:২৭। ৪ সেপ্টেম্বর, ২০২৫।

বেপরোয়া অটোরিকশায় প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

সেপ্টেম্বর ৪, ২০২৫ ২:১৪
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদনপুর গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক শিক্ষার্থী। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফামিন। তিনি রাবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঢাকার নিউমার্কেট এলাকায়।

আরও পড়ুনঃ  প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে বহুমাত্রিক উন্নয়ন

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু মিরাজের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন ফামিন। হঠাৎ একটি অটোরিকশা বেপরোয়াভাবে উল্টো দিকে আসায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ফামিন বাইক থেকে ছিটকে প্রায় ১০-১৫ মিটার দূরে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না: গোলাম পরওয়ার

দর্শন বিভাগের শিক্ষার্থী নওয়াব হাসান প্রিন্স বলেন, পুরো দায় রিকশাচালকের। ভাইয়া ঠিকঠাক রাস্তা দিয়ে আসছিলেন। কিন্তু রিকশাটা হঠাৎ উল্টো দিকে ঘোরায় এই দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম বলেন, ফামিন বাইকের পেছনে বসা অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা পরিবারকে খবর দিয়েছি।

আরও পড়ুনঃ  সারাদেশে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা

রাবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান, বিভাগের শিক্ষকদের সঙ্গে আমরা হাসপাতালে উপস্থিত আছি। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।