নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১২:৫৮। ৭ জুলাই, ২০২৫।

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষা হলো অন্যতম পথ -শিক্ষা উপদেষ্টা

জুলাই ৬, ২০২৫ ৭:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কোটা আন্দোলনের সূচনা ধরে গত জুলাই-এ যে গণআন্দোলন হয়েছিল তা একটি বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য। সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষা তার অন্যতম পথ।

রবিবার (০৬ জুলাই) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে রাবি’র ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে জ্ঞান আহরণের জন্য সেই জ্ঞান আমরা সমাজে ছড়িয়ে দিবো। প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদ্যাপন করব ঠিকই একই সাথে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হবো, আমরা নতুন করে বাংলাদেশ গড়ার যে সুযোগ পেয়েছি তা সকলে মিলে কাজে লাগাবো, তার জন্য আমাদের আরও সহনশীল হতে হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল

শিক্ষকদের উদ্দেশে রফিকুল আবরার বলেন, সকলের রাজনৈতিক সমর্থন থাকতেই পারে, সেটা যেন আমাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। আপনারা এখানে মেধার চর্চা ও বিকাশ ঘটাতে এসেছেন, মূল দায়িত্ব পালনে কখনো অবহেলা করবেন না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যেকোনো প্রয়োজন আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। এর জন্য রাস্তায় অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে এবং শিক্ষকদের মর্যাদাহানি হয় এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে শহিদ রিয়া গোপ ও সুমাইয়ার বাসায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ

এসময় শহিদ মোহাম্মদ শামসুজ্জোহার আত্মত্যাগের কথা স্মরণ করে চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলা করতে শিক্ষার্থীদের সে অনুযায়ী জ্ঞান আহরণ এবং দক্ষতা অর্জনের পরামর্শ দেন শিক্ষা উপদেষ্টা।

আলোচনা সভায় রাবি’র পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজাহারুল ইসলাম আলোচক হিসেবে বক্তৃতা করেন।

রাবি’র উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, রাবি’র কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে রাবি’র শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সংস্কার কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন অব‍্যাহত থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

এর পূর্বে সকাল দশটায় রাবি’র প্রশাসনিক ভবন চত্বরে পতাকা উত্তোলন শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। উদ্বোধন শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবন চত্বরে এসে শেষ হয়। এসময় সিনেট ভবন চত্বরে বৃক্ষ রোপণ করেন শিক্ষা উপদেষ্টা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।