নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ২:০১। ১৫ অক্টোবর, ২০২৫।

বোলিংয়ে উন্নতি রাবেয়া-ফাহিমার, ব্যাটিংয়ে মোস্তারির

অক্টোবর ১৪, ২০২৫ ১০:০৩
Link Copied!

অনলাইন ডেস্ক : নারী বিশ্বকাপে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। দল খারাপ করলেও ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করেছিলেন সোবহানা মোস্তারি। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও।

মোস্তারির ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক ফিফটি ছিল এটি। যেখানে সবমিলিয়ে ৬০ রান করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তাতে ১৫ ধাপ এগিয়ে ৭০তম স্থানে উঠে এসেছেন তিনি।

আরও পড়ুনঃ  চবিতে ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, হবে তিন বিভাগীয় শহরে

নারী ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ফাহিমাও। ৭ ধাপ এগিয়ে এখন তিনি ৯২তম স্থানে আছেন। এই লেগ স্পিনিং অলরাউন্ডার বোলিংয়েও এগিয়েছেন। ১৮ ধাপ এগিয়ে ২৭তম স্থানে আছেন ফাহিমা।

বোলারদের মধ্যে আরেক লেগ স্পিনার রাবেয়া খান ৩ ধাপ এগিয়েছেন। এখন ১৮তম স্থানে আছেন তিনি। ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ফাহিমা ও রাবেয়া দুইজনেরই উন্নতি হয়েছে। ২৩ ধাপ এগিয়ে ২৬ নম্বরে রাবেয়া এবং তার পরই আছেন ফাহিমা।

আরও পড়ুনঃ  মিরাজ-রিশাদের ঘূর্ণিতে দুইশর আগেই অলআউট আফগানিস্তান

বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে নাহিদা আক্তার। ২ ধাপ পিছিয়ে এখন ১১তম স্থানে আছেন বাঁহাতি এই স্পিনার।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছিলেন মারুফা আক্তার। তাতে গত সপ্তাহে উন্নতি করেছিলেন র‍্যাংকিংয়ে। তবে এরপরের দুই ম্যাচে বাজে আশানুরূপ পারফর্ম করতে না পারায় পিছিয়ে গেছেন ৪ ধাপ। এখন যৌথভাবে ৪৫ নম্বরে আছেন এই পেসার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।