নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৮:২১। ১ জুলাই, ২০২৫।

ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে ইরানের সহায়তা চান রাজশাহীর ব্যবসায়ীরা

মে ১৫, ২০২৫ ২:০৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : ব্যবসা ও কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ইরানের সহযোগিতা চান রাজশাহীর ব্যবসায়ীরা। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশির সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী চেম্বার অব কমার্সের নেতারা।

বুধবার রাতে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা, মুয়াজ্জিন গ্রেফতার

ব্যবসায়ীরা ইরানি রাষ্ট্রদূতকে জানান, রাজশাহীর আম, আলু, পান ও মৎস্য খাতে প্রচুর উৎপাদন হলেও আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে তা বিপণনে সমস্যা দেখা দেয়। এ সমস্যা সমাধানে ইরানের প্রযুক্তিগত ও বিনিয়োগ সহযোগিতা চান তারা।

আরও পড়ুনঃ  ধর্মঘট প্রত্যাহার, পাবনা-ঢাকা রুটে বাস চলাচল শুরু

এ সময় ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি রাজশাহীর ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় রাষ্ট্রদূতের সহধর্মিণী জাহরা চাভুশি, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক রুহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।