অনলাইন ডেস্ক : বাংলাদেশ দল অতীতেও অনেকবার অনেক টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে পারেনি। তবে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়াটা ব্যর্থতার শেষ ধাপের মধ্যেই পড়ে। সিরিজের সবকটি ম্যাচেই চরম ব্যর্থ ছিলেন ব্যাটাররা। আফগানিস্তান সিরিজ শেষে আজ বুধবার সন্ধ্যায় দেশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানরা।দেশে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় দর্শকদের দুয়ো শুনেছেন ক্রিকেটাররা। নাঈম শেখ-তাওহীদ হৃদয়দের দেখে দর্শকরা যেন মেজাজ ঠিক রাখতে পারেননি। তাদের গাড়ির পেছনে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ সময় বিমর্ষ অবস্থায় দেখা যায় ক্রিকেটারদের। অতীতে দেশের ক্রিকেটারদের কখনো এমন অবস্থায় পড়তে হয়নি বিমানবন্দরে। তবে দর্শকদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে দিয়েছেন ক্রিকেটাররা। প্রতিটি ম্যাচেই বাজে ব্যাটিং যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আবার জাকের আলি অনিকের বোন নিজের ভাইকে...
Developed by BDITHOST