
অনলাইন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এখন দারুণ জমে উঠেছে। পুরনো চরিত্র কাবিলা, হাবু, পাশা, নেহালদের সঙ্গে যোগ দিয়েছেন জাকির। এবার দর্শকদের জন্য আরও বড় চমক নিয়ে এলেন নির্মাতা। সেটি হলো- জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া যুক্ত হচ্ছেন এই সিরিয়ালে। তবে তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, সেই প্রশ্ন রেখে দর্শকদের আরও কৌতূহলী করে তুলেছেন অমি। কিছুদিন আগে নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় একটি পোস্ট করে লিখেছিলেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’—সেই ছবিতে কোনো অভিনেত্রীর মুখ স্পষ্ট ছিল না। সেই রহস্যের অবসান ঘটালেন নির্মাতা নিজেই। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় একটি নতুন পোস্টার প্রকাশ করে অমি ঘোষণা করলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চমক হলেন অর্চিতা স্পর্শিয়া। পোস্টারে অভিনেত্রী স্পর্শিয়াকে একটি উজ্জ্বল কমলা রঙের...
Developed by BDITHOST