
অনলাইন ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালানোর পর ব্যাপক মাত্রার বিধ্বংসী শক্তি নিয়ে ভিয়েতনামে আঘাত হেনেছে দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় ইয়াগি। শনিবার স্থানীয় সময় সকালে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে ঝড়টি আছড়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। ভিয়েতনামের আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো মেটেরোলজিক্যাল ফোরকাস্টিংয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইয়াগির মূল আঘাত গেছে হাই ফং, কুয়াং এবং হাই দুয়ং— এই তিন প্রদেশের ওপর দিয়ে। হাইফংয়ের যেসব ঘর ও ভবনের ছাদ ধাতব শিটের ছিল, ঝড়ের আঘাতে সেগুলোর সবই প্রায় উড়ে গেছে। ঝড় আসার পর হাইফংয়ের আকাশে প্রচুর টিনশেড এবং টিনের তৈরি সাইনবোর্ড উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ভিয়েতনামের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব এলাকার ওপর দিয়ে গিয়েছে ইয়াগি, সেসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৯ কিলোমিটার অতিক্রম করেছিল।...
Developed by BDITHOST