অনলাইন ডেস্ক : বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনার থেকে রওনা হওয়ার পর তাদের শাহবাগ মোড়ের আগে আটকে দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে চলে আসেন। ফলে শাহবাগের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে তারা দুপুর ২টা ৩ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। শিক্ষকরা শাহবাগ ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে রওনা দিলে দুপুর ২টার দিকে জাতীয় গ্রন্থাগারের আগেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় ব্যারিকেডের সামনেই শিক্ষকরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া...
Developed by BDITHOST