রাজধানীর খুচরা বাজারে আরেক দফা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২৫-৩০ টাকা বেড়ে ২০০ টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা, যা গত সপ্তাহে ৪২-৪৩ টাকায় বিক্রি হয়। এ ছাড়া কেজিতে সর্বোচ্চ ১০ টাকা বেড়ে পেঁয়াজ ৫০ টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে চাল, আটা-ময়দা ও চিনি বাড়তি দরে বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর কাওরানবাজার, নয়াবাজার ও মালিবাগ কাঁচাবাজরের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। এ ছাড়া এ সব পণ্যের দাম বাড়ার চিত্র সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার পণ্য মূল্য তালিকায় দেখা গেছে। রাজধানীর কাওরান বাজারের আল মদিন রাইস এজেন্সির মালিক সিদ্দিকুর রহমান বলেন, ডলারের দাম বৃদ্ধি, আমদানি করা চালের দাম বেশি-এমন অজুহাতে দুই সপ্তাহ...
Developed by BDITHOST