অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলকে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ সরবরাহ করার প্রস্তাব দিয়েছে ভারত। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট গেরাল্ডো অ্যালকমিন এবং প্রতিরক্ষামন্ত্রী জোসে মুকিও মনটেইরো ফিলহো-এর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাজনাথ সিংয়ের প্রস্তাবের জবাবে ব্রাজিলের প্রতিক্রিয়া কী ছিল— সে সম্পর্কে বিবৃতিতে বিশেষভাবে কিছু বলা হয়নি, তবে উল্লেখ করা হয়েছে যে দুই দেশই যৌথভাবে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছে। এছাড়া দুই দেশের সামরিক ক্ষেত্রে ভারত ও ব্রাজিলের কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার মাত্রা বৃদ্ধি, ব্রাজিলকে সমারাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও সামরিক প্রযুক্তিগত সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে।...
Developed by BDITHOST