অনলাইন ডেস্ক : প্রতিভা ও সামর্থ্য অনুসারে সেভাবে রাজ করতে না পারা ফুটবলারদের একজন ব্রাজিলের তারকা মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো। লিভারপুলে দুর্দান্ত সময় কাটিয়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই ক্রমাগত তার পতন শুরু হয়। এরপর জাতীয় দলেও জায়গা হারান। সেই কৌতিনিয়ো ব্রাজিলের স্থানীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ঘটে গুলির ঘটনা। যদিও সেটি তাদের চেয়ে কিছুটা দূরে, মাঠের বাইরে।
বর্তমানে স্বদেশি ক্লাব ভাস্কো দা গামায় খেলছেন কৌতিনিয়ো। রিও ডি জেনেইরোতে অবস্থিত ক্লাবের মাঠে অনুশীলনের ফাঁকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে মাঠের বাইরে হঠাৎ–ই মুহুর্মুহু গুলির শব্দ আসতে থাকে। যদিও তাতে বিচলিত হননি সাবেক এই বার্সা ও লিভারপুল তারকা। কিছুটা হেসে তিনি পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন।
গুলির শব্দ শুরু হলে রিপোর্টারদের মধ্যে কিছুটা আতঙ্কভাব তৈরি হলেও, সেটি সামলে নেন ৩২ বছর বয়সী এই সেলেসাও মিডফিল্ডার। তবে তাতে কি আর মনোযোগ ঠিক থাকে! তখনও যে ব্যাকগ্রাউন্ডে গুলির শব্দ বাজতেছিল। ভাস্কো দা গামা ক্লাবের সংশ্লিষ্টরা সংবাদমাধ্যম জানিয়েছেন, ওই এলাকায় পুলিশের নিয়মমাফিক অভিযানে এই ধরনের গুলির শব্দ স্বাভাবিক ঘটনা।
বার্সেলোনা ছেড়ে ২০২২ সালে পুরোপুরি ইংলিশ লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দেন কৌতিনিয়ো। তবে ১৭ মিলিয়ন ইউরোতে ওই ক্লাবে গিয়ে তার সময়টা ফ্লপই কেটেছে। গত মৌসুমের প্রথমদিকে কেবল দুটি ম্যাচে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এরপর মৌসুমের দ্বিতীয়াংশ ধারে (লোন) কাটান কাতারের আল-দুহাইল ক্লাবে। যেখানে ২৩ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন কৌতিনিয়ো।
এ ছাড়া অ্যাস্টন ভিলায় সময়টা উপভোগ্য ছিল না এই সেলেসাও তারকার জন্য। ৪৩ ম্যাচে মোটে ৬ গোল করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এর আগে কৌতিনিয়োর জন্য সবচেয়ে সুসময় ছিল লিভারপুলে। অলরেডদের হয়ে তিনি ২০১ ম্যাচে ৫৪ গোলের পাশাপাশি করেন ৪৪ অ্যাসিস্ট। সেই ফর্ম দেখেই ২০১৮ সালে বার্সেলোনা কৌতিনিয়োকে তৎকালীন রেকর্ডমূল্য ১৪২ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায়। তবে ৪ বছরের ইনজুরিপ্রবণ সময়ে তিনি ন্যু ক্যাম্পে হতাশাই উপহার দিয়েছেন। শৈশবের ক্লাব ভাস্কোই তার বর্তমান ঠিকানা।