হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় এবার ১১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ইংরেজি বিষয়ের পরীক্ষা।
ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে উপজেলার বিভিন্ন এলাকার দশটি কলেজের মোট ৮৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ইংরেজি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২০ জন পরীক্ষার্থী।
নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শুরু থেকেই নির্দেশনা দিয়ে আসছে উপজেলা প্রশাসন।
এদিকে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে কেন্দ্র সচিব অধ্যক্ষ এরশাদ আলী।
ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান বলেন, এখানে কেন্দ্র হওয়ার পর থেকেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা হয়।
উক্ত কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন সেতু।
পরীক্ষার প্রথম দিন থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
১১টি কেন্দ্রের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হচ্ছে ৫টি কেন্দ্রে। কেন্দ্রেগুলো হল ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, মচমইল ডিগ্রি কলেজ, হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ এবং তাহেরপুর ডিগ্রি কলেজ।
কারিগরি বোর্ডের অধীনে ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ, হাট-গাঙ্গোপাড়া কারিগরি কলেজ এবং কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজ এবং তাহেরপুর ডিগ্রি কলেজের বিএম শাখা।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল স্নাতক মাদ্রাসা এবং তাহেরপুর ফাজিল মাদ্রাসা।