নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। বিকাল ৩:৪৭। ১৫ মে, ২০২৫।

ভয়াবহ সেই বন্যা নিয়ে নির্মিত ছবিটির আয় ১০০ কোটি ছাড়াল

মে ১৬, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

কোভিডের আগে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার বাইরে ভিন্ন ঘরানার হিন্দি সিনেমা দেখতেও প্রেক্ষাগৃহে ভিড় করত দর্শক। ‘বাধাই হো’, ‘আন্ধাধুন’, ‘বদলা’র মতো ছবিগুলো দর্শক টেনেছে। তবে মহামারি–পরবর্তী সময়ের ‘পাঠান’, ‘ভুল ভুলাইয়া ২’–এর মতো বাণিজ্যিক সিনেমা ছাড়া অন্য ঘরানার সিনেমা সেভাবে ব্যবসা করতে পারেনি। কিন্তু দক্ষিণ ভারতের ব্যাপার যে আলাদা, সেটা আবারও প্রমাণ হলো ‘২০১৮’ সিনেমা দিয়ে। মাত্র ২০ কোটি রুপি বাজেটে নির্মিত এ মালয়ালম ছবিটি মুক্তির ১০ দিনের মধ্যেই ১০০ কোটি রুপি আয় ছাড়িয়ে গেছে।

আরও পড়ুনঃ  সিদ্দিক আমার ছেলের ব্রেইনওয়াশ করে : মারিয়া

‘২০১৮’ সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ২০১৮ সালে কেরালায় ভয়াবহ বন্যা হয়। প্রায় ৫০০ মানুষের প্রাণহানি হয়, ৪০ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়। পুরো ভারতকে নাড়িয়ে দেওয়া সেই ঘটনা নিয়ে সিনেমা বানিয়েছেন জুড অ্যান্টনি জোসেফ। সারভাইভাল থ্রিলার ঘরানার সিনেমাটি মুক্তি পায় ৫ মে। এর মধ্যেই ছবিটির বিশ্বব্যাপী আয় ১০০ কোটি ছাড়িয়েছে।

চলতি বছর মালয়ালম সিনেমাগুলো খুব একটা ভালো ব্যবসা করতে পারছিল না। ‘২০১৮’ দিয়ে মালয়ালম ইন্ডাস্ট্রি চাঙা হয়েছে। এর আগে কেরালায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে নির্মিত আরেক মালয়ালম সিনেমা ‘ভাইরাস’ ব্যবসাসফল হয়, সমালোচক প্রশংসিতও হয়।
শুনে অবাক লাগতে পারে কিন্তু ২০১৮ সালে বন্যার পরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসে।

আরও পড়ুনঃ  শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিবেশীকে দেখে চমকে গেলেন ঋতাভরী!

২০২২ সালের ২৭ মে ছবিটির শুটিং শুরু হয়, শেষ হয় একই বছরের নভেম্বরে। কেরালার ভাইকমে ১৫ একরের বড় সেট বানিয়ে হয় ছবিটির মূল শুটিং। এ ছাড়া ত্রিশূল, এর্নাকুলাম, কোট্টায়াম, ইকাদ্দিসহ কেরালার বিভিন্ন জায়গায় শুটিং হয়। কেরালার বাইরে কিছু অংশের শুটিং হয় হায়দরাবাদে।

আরও পড়ুনঃ  কান উৎসবে যাওয়া হলো না উরফির, হলেন রিজেক্ট!

২০১৮ সালের বন্যায় কেরালা রাজ্যটির প্রায় অর্ধেক অংশেই প্রভাব পড়ে, রাজ্যটি কীভাবে দুর্যোগটি মোকাবিলা করে, সেটি নিয়ে সিনেমাটির গল্প।
ছবিতে কেরালার জনপ্রিয় তারকার সমাবেশ ঘটিয়েছেন পরিচালক। ‘২০১৮’-তে অভিনয় করেছেন টোভিনো থমাস, কানচাকো বোবান, আসিফ আলি, বিনীথ শ্রীনিবাসন, অপর্ণা বালামুরালি প্রমুখ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ই-টাইমস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।