অনলাইন ডেস্ক : বিভিন্ন কারণে বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী অপু বিশ্বাসের। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করতে তাঁকে অনেক ঘাম ঝরাতে হয়েছিল। এক বার নিজের অনেক গয়নাও বিক্রি করেছিলেন তিনি। কিন্তু কেন?
অভিনেতারা অনেক সাক্ষাৎকারেই তাঁদের পেশার অনিশ্চয়তার কথা তুলে ধরেন। যার ফলে বহু তারকাকে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। বিশেষত অর্থনৈতিক সমস্যা। এমনই এক সময় টাকার সমস্যা দূর করতে কী করেছিলেন বাংলাদেশি অভিনেত্রী অপু বিশ্বাস? সেই কাহিনিই শোনালেন তিনি।
ও পার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। শবনম বুবলী এবং অপুর সম্পর্ক নিয়ে গত কয়েক বছরে অনেক বিতর্কও হয়েছে। ইন্ডাস্ট্রিতে খ্যাতি, বিতর্কের মাঝেও অনেকটা সময় সমস্যার মধ্যে কাটাতে হয়েছে অপুকে। সাফল্য পাওয়ার পর অর্থনৈতিক সঙ্কট আরও সমস্যার, দাবি অপুর। তিনি মনে করেন, জীবনধারার মান যদি এক বার উন্নত হয়ে যায় তা হলে সেখান থেকে নিজেকে বার করা কঠিন। তাই অভিনেতাদের ক্ষেত্রে কিছু কিছু সময় এমন পরিস্থিতিতে পড়তে হয়, যা বাইরে প্রকাশ করা কঠিন হয়। তেমনই পরিস্থিতিতে পড়তে হয়েছিল অপুকে।
অভিনেত্রী জানিয়েছেন, ভরি ভরি গয়না বিক্রি করতে হয়েছিল তাঁকে। কী হয়েছিল? অপু বলেন, “সোনা কিনতে আমি খুব ভালবাসি। দেশে, বিদেশে যেখানেই কাজের সূত্রে যাই, সোনার গয়না কিনি। এই সোনা যে আমার কোনও দিন এ ভাবে কাজে লাগবে ভাবিনি।” ছেলে হওয়ার পর বাংলাদেশে ফিরে বেশ কিছু দিন কাজ ছিল না অপুর হাতে। যার ফলে তখন তাঁর সম্বল ছিল, ওই সোনার গয়নাগুলো। শখের কিছু গয়না বিক্রি করে দিন কাটাতে হয়েছিল তাঁকে। সূত্র: আনন্দবাজার।