নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ২:৫৬। ২০ মে, ২০২৫।

‘ভাগ্যের কাছে হেরেছি’, সাফ ফাইনাল প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক

মে ১৯, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। নিজে করেছিলেন তিন গোল আবার করিয়েছিলেন একাধিক। অথচ সেই ফয়সাল গতকাল ফাইনালে টাইব্রেকারে শট মিস করে ট্র্যাজিক হিরোতে পরিণত হয়েছেন।

বাংলাদেশ দল আজ অরুণাচল থেকে কলকাতায় এসেছে। আগামীকাল কলকাতা থেকে ঢাকা আসবে। ভারত থেকে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেনদ ‘আলহামদুলিল্লাহ, আমাদের সব কিছু ভালোই ছিল টুর্নামেন্টে। যদিও ফাইনালে হেরে গেছি। প্রথম মিনিট গোল হজমের পরও আত্মবিশ্বাস ছিল আমরা কামব্যাক করব। সেটা করতে পেরেছি। আমার মনে হয় টাইব্রেকারে আমরা ভাগ্যের কাছে হেরেছি।’

আরও পড়ুনঃ  বজ্রপাতে বাড়ছে প্রাণহানি, প্রয়োজন পর্যাপ্ত সতর্কতা

নারী দলের একাধিক শিরোপা জয়ী কোচ গোলাম রব্বানী ছোটন এবারই প্রথম পুরুষ দল নিয়ে সাফ মিশনে ছিলেন। দলকে ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেননি। এরপরও ম্যাচ পারফরম্যান্সে ফুটবলারদের কৃতিত্ব দিচ্ছেন, ‘প্রথমে আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। দুর্দান্ত একটা ম্যাচ খেলার জন্য। ফাইনাল ফাইনালের মতো হবে এমনটা প্রত্যাশা ছিল। আমাদের ছেলেরা একটা ভালো ম্যাচ খেলবে সেটাই করতে পেরেছে।’

ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে গতকাল হাজার পনেরো দর্শক ছিল। ভিনদেশী দর্শকদের মনও জয় করেছে বাংলাদেশের ফুটবলাররা এমনটাই দাবি কোচ ছোটনের, ‘অরুণাচলে প্রচুর দর্শক ছিল। ৯০ মিনিট ম্যাচ উপভোগ করেছে। এক সময় দেখা গেছে বাংলােেদশের খেলায় মুগ্ধ হয়ে তারা বাংলাদেশকে সমর্থন করেছে।’

আরও পড়ুনঃ  ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বাংলাদেশ ৬২ মিনিটে খেলায় সমতা আনে। এরপর খেলার কৌশল ও খেলোয়াড় বদল নিয়ে ফুটবলাঙ্গনে আলোচনা চলছে। মাত্র দুই জন ফুটবলার বদলেছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। কালকের ম্যাচে খেলোয়াড় পরিবর্তনের পাশাপাশি পুরো টুর্নামেন্টে প্রবাসী ফুটবলার আব্দুল কাদিরকে এক ম্যাচে মাত্র মিনিট বিশেক খেলানো, আরেক প্রবাসী ফারজাদ আফতাব কোনো সুযোগই পাননি। এ নিয়ে ফুটবলপ্রেমীরা আলোচনা-সমালোচনা করছেন। কোচ গোলাম রব্বানী ছোটনের কাছ থেকে এই সংক্রান্ত প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : আলী রীয়াজ

বাফুফের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী আজ বল পার্টনারের সঙ্গে চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট নিয়ে কথা বলেন। তিনি ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট এবং সামনে আরো দীর্ঘমেয়াদী অনুশীলনে জোরদার আরোপের কথা জানান। তবে ৪২ মিনিটে বাংলাদেশের গোল বাতিলে বিষয়টি নিয়ে খানিকটা সংশয় প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।