
জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন- ভাঙ্গার জন্য একটি মেডিকেল কলেজ আমাদের করা দরকার। আমরা সেই প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। ভবিষ্যতে ভাঙ্গা কে নিয়ে আশেপাশের এলাকা নিয়ে একটি স্বতন্ত্র জেলা কিভাবে করা যায়, একটা বিশ্ববিদ্যালয় কিভাবে করা যায়, সেই স্বপ্ন আমি দেখি। রোববার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণ পাড় বাস টার্মিনালে উপজেলা কৃষক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইবুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতাকারীদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী...
Developed by BDITHOST