ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে ইসলামী ৮ দলীয় জোটের কমিটি গঠন করা হয়েছে। আজিমনগর ইউনিয়নের শিমুলবাজার জামে মসজিদে সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গা পৌরশাখার সভাপতি ও ৮ দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক ডা. এনায়েত হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা কমিটির সহ-সভাপতি ও লিয়াজো কমিটির সদস্য সচিব মো. আছাদুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারি ওয়ালিউল্লাহ, মিডিয়া সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক...
Developed by BDITHOST