
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রতি কেজি গরুর মাংস মাত্র ১ টাকায় বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছেন মুফতি রায়হান জামিল। অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে রায়হান জামিল এর পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেন রায়হান জামিল। ফরিদপুর ৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী রায়হান জামিল জানান, এ কর্মসূচির আওতায় আপাতত ১০০ পরিবারের কাছে মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়। উপজেলার পুখুরিয়া এলাকা থেকে শুরু করে ভাঙ্গার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গরিব মানুষদের মধ্যে এই মাংস বিতরণ করা হয়। মুফতি রায়হান জামিল আরও বলেন, গরুর মাংসের অতিরিক্ত দাম হওয়ার কারণে অসহায় মানুষের জন্য কুরবানি ছাড়া অন্য...
Developed by BDITHOST