
জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমা, বোমা তৈরির সরঞ্জামাদিজব্দসহ তিন যুবককে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বিস্ফোরক তৈরির বারুদ, খালি বোতল, গান পাউডার, পেট্রোল, অকটেন সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে হোসেন রাজ ইসলাম (২৬), গাজিপুর জেলার জয়দেবপুর উপজেলার জামতলা গ্রামের প্রয়াত নূর মোহাম্মাদের ছেলে রাকিব মোল্লা (২৯) ও সুনামগঞ্জ জেলার তানোর উপজেলার ধর্মপাশা গ্রামের জামাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)। পুলিশ ও স্থানীয়রা জানান- সৌদি প্রবাসী টিটু সরদারের পরিত্যক্ত চারচালা টিনের ঘরে বিস্ফোরক তৈরি করছিলেন তিন যুবক।...
Developed by BDITHOST