
ভাঙ্গা সংবাদদাতা : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পক্ষ নিয়ে দুই ভাগে ভাগ হয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দশজন আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বিপ্লব মোল্লা (২৫), জালাল মোল্লা (৫০), মতি মোল্লা (৩০), সাইফুল মোল্লা (৫৫), আকুবালী মোল্লা (৫০), হেলেনা বেগম (৩২), আবির শেখ (১৪), বাবু শেখ (২৮) ও রাব্বি মোল্লা (৩০)। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দিঘলকান্দা গ্রামের আপন চাচাতো ভাই আকুব আলী মোল্লা ও নজর আলী মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছিল। এরই জের ধরে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আকুব আলী ও নজর আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক...
Developed by BDITHOST