নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১০:১৪। ১০ আগস্ট, ২০২৫।

ভাঙ্গার চান্দ্রা ইউপি চেয়ারম্যান খালেক মোল্লা গ্রেফতার

আগস্ট ৮, ২০২৫ ৮:০৮
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা (৭০)কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। (৮ আগষ্ট ) শুক্রবার সকাল ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ

থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ভাঙ্গা পৌর ও উপজেলা বিএনপির বৈঠকে চলাকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর ককটেল বিস্ফোরণের অভিযোগে ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলার সন্দেহজনক আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  এক বছর ধরে মর্গে পড়ে আছেন ৬ জন, পরিচয় মেলেনি, অজ্ঞাত হিসেবে আজ হবে দাফন

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা থানার বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলার আসামী হিসেবে তাকে ভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।