নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ১:০৬। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

ভারতের কাছে হারল বাংলাদেশ

সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১:৩৩
Link Copied!

অনলাইন ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ৪১ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতেই ১২৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। ভারতের দুই লেগস্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর বোলিং তোপে ধসে পড়ে বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডার।

এই জয়ের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। বৃহস্পতিবার সুপার ফোরের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচের জয়ী দলই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।

টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ। ইনজুরির কারণে লিটন দাসকে হারিয়ে উইকেটকিপারের দায়িত্ব পান অধিনায়ক জাকের আলি অনিক। শুরুতেই একটি সহজ ক্যাচ মিস করে ভারতকে সুযোগ করে দেন তিনি, যার পূর্ণ ফায়দা তোলে ভারতীয় ওপেনাররা। ৬.২ ওভারে ৭৭ রানের জুটি গড়েন অভিষেক শর্মা ও শুভমান গিল।

আরও পড়ুনঃ  তারেক রহমানের ৩১ দফা নিয়ে ২দিনের মতো লিফলেট বিতরণ করলেন আলহাজ্ব মো: আমিনুল ইসলাম

রিশাদ হোসেন সপ্তম ওভারে শুভমান গিলকে (২৯) ফিরিয়ে জুটি ভাঙেন। পরের ওভারে ফেরান শিবম দুবেকে (২)। তবে একপ্রান্তে থাকা অভিষেক শর্মা জীবত থাকেন এবং কাঁপিয়ে তোলেন বাংলাদেশের বোলারদের। ৩৭ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, হাঁকান ৬টি চার ও ৫টি ছক্কা।

এরপর মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন অধিনায়ক সূর্যকুমার যাদবকে (৫)। অভিষেককেও রানআউটের ফাঁদে ফেলেন মোস্তাফিজ। শেষদিকে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে দলের স্কোর দাঁড় করান ১৬৮ রানে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল

বাংলাদেশের বোলিংয়ে রিশাদ হোসেন ২৭ রানে ২ উইকেট নেন। মুস্তাফিজ, সাইফউদ্দিন, তানজিম ও রিশাদ সবাই মিলে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ভারতের রানের গতি আটকে দেন।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিম আউট হয়ে ফেরেন (১)। এরপর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন মিলে ৪২ রানের জুটি গড়লেও, এটি ছিল ইনিংসের সর্বোচ্চ জুটি। ইমন করেন ২১ রান।

এরপর একে একে সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয় (৭), শামীম হোসেন (০), অধিনায়ক জাকের আলি (৪), রিশাদ হোসেন (২)। কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

আরও পড়ুনঃ  আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না লিটনের

একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সাইফ হাসান। ৫১ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংসে তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার পর বাংলাদেশের হারের পথ রুদ্ধ হয়ে যায়।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন মূলত ভারতের স্পিনাররা। কুলদীপ যাদব ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। বরুণ চক্রবর্তী ২৯ রানে নেন ২ উইকেট।

বুমরাহ ২ উইকেট ও অক্ষর প্যাটেল নেন ১ উইকেট। পেস-স্পিন মিশ্রণে দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে অলআউট করে দেয় ভারত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।