নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ১০:৫২। ৩১ আগস্ট, ২০২৫।

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ নিহত ৭

মে ৭, ২০২৫ ৬:৪৯
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এদের মধ্যে কাশ্মীরের কোটলির দুই বেসামরিক নাগরিক ও বাহাওয়ালপুরে এক শিশু আছে।’

আরও পড়ুনঃ  প্রীতির হ্যাটট্রিকে বাঁচল শিরোপা সম্ভাবনা

পাকিস্তানের জিও নিউজের বরাতে তিনি আরও জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর শারকিয়ায় ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তিনি বলেন, একটি বাড়ি ধসে পড়ার পর এক শিশুসহ একটি পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে।

আরও পড়ুনঃ  রাতভর ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে গেল মার্শাল আইল্যান্ডের পার্লামেন্ট

নিয়ন্ত্রণরেখার কাছে বিস্ফোরণের শব্দ এর আগে ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান ভিম্বার গালি এলাকায় ভারতশাসিত কাশ্মীরে গোলাবর্ষণ করেছে।

স্থানীয়রা বিবিসির প্রতিবেদককে জানিয়েছেন, ভিম্বার গালির কাছে মেন্ধার এলাকাসহ একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতির আবহে এক সপ্তাহে নিহত প্রায় ৪ হাজার ৪০০ ইউক্রেনীয় সেনা

বিবিসির প্রতিবেদক বলেন, ‘আমি যেখানে আছি—শ্রীনগর শহরে— সেখানে আকাশে ঘন ঘন যুদ্ধবিমানের চলাচল দেখা যাচ্ছে।’-বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।