নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ১১:১৮। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

ভারতের খারাপ দিনের অপেক্ষায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৯:০৭
Link Copied!

অনলাইন ডেস্ক : রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে অপরাজিত থেকে ফাইনালে নামছে সূর্যকুমার যাদবের দল। বিপরীতে পাকিস্তান ভারতের বিপক্ষে হেরে সুপার ফোর শুরু করলেও, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। চলতি আসরে দুইবার ভারতের বিপক্ষে হেরে আবারো ফাইনালে তাদেরি মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

আসরের প্রথম দুই দেখায় নূন্যতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি পাকিস্তান। তবে তবে ফাইনাল সালমান আলিরা নিজেদের সেরাটা দেবে বলে বিশ্বাস দেশটির সাবকে ক্রিকেটার মিসবাহ উল হকের। পাকিস্তানের সমর্থকরা ভালো কিছুর অপেক্ষায় আছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ১৭ ব্যাটারের মধ্যে ১৫ জনই ক্যাচ আউট, এমন নজির আর আছে?

মিসবাহ বলেন, ‘মানুষ প্রার্থনা শুরু করেছে! তারা একত্রিত হচ্ছে। ক্রিকেটই এই জাতিকে ঐক্যবদ্ধ করে। বিশেষ করে যখন পাকিস্তান ও ভারতের ম্যাচ হয়, তখন আমার মনে হয় না দেশে এমন কোনো মানুষ আছে, যে চায় না পাকিস্তান ভালো করুক। তারা সবাই চায় পাকিস্তান ভালো করুক ও ম্যাচ জিতুক।’

আরও পড়ুনঃ  বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর, পাত্র কে?

মিসবাহর সঙ্গে একই অনুষ্ঠানে কথা বলেছেন শোয়েব মালিকও। পাকিস্তানের সম্ভাবনা থাকলেও ভারতই ফেভারিট ্বলে মন্তব্য করেন শোয়েব। এরপর শোয়েবের সঙ্গে একমত পোষণ করেছেন মিসবাহও।

আরও পড়ুনঃ  বেনাপোল বন্দর এলাকায় আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

তিনি বলেন, ‘শোয়েব মালিক যেমনটা বলেছে, পাকিস্তানের হারানোর কিছু নেই। ভারত ফেভারিট, সবাই জানে তাদের ভালো একটি দল আছে। পাকিস্তান কোনোভাবে ফাইনালে এসেছে। এখন কেবল একটি দিন, একটি ম্যাচের ব্যাপার। সবাই আশাবাদী যে, আমাদের ভালো একটি দিন কাটবে এবং ভারতের একটি বাজে দিন যাবে। অনেক দিন ধরে এর চেয়ে বড় ম্যাচ হয়নি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।