
অনলাইন ডেস্ক : নিজেদের আকাশসীমায় ভারতের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এ ব্যাপারে এয়ারম্যানদের কাছে আজ বৃহস্পতিবার নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান চলাচলের নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী যুদ্ধ হয়। ওই সময় ভারতীয় বিমানে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। যা কয়েক দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞাটি চারদিন পর শেষ হয়ে যেত। এর আগেই এটির মেয়ার বৃদ্ধির নোটিশ দেওয়া হয়েছে। পাকিস্তানের পাশপাশি ভারতও তাদের আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। সর্বশেষ নোটিশে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকবে ভারতে নিবন্ধনকৃত সব বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত এবং লিজ নেওয়া সব বিমান। এছাড়া পাকিস্তানের ওপর দিয়ে ভারতের কোনো সামরিক বিমানও উড়তে পারবে না।...
Developed by BDITHOST