নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:২০। ১৪ জানুয়ারি, ২০২৬।

ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করল বাংলাদেশ

জানুয়ারি ১৪, ২০২৬ ৮:০৬
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো ফুটসাল আয়োজন করছে সাফ। আজ পুরুষ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশের ম্যাচ ছিল ভারতের বিপক্ষে। থাইল্যান্ডের ব্যাংকক অনুষ্ঠিত সেই ম্যাচটি ৪-৪ গোল ব্যবধানে ড্র হয়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভারত খুবই আলোচিত। ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ভারতের আইপিএলে খেলতে পারেননি। এরপরই বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বলে জানিয়ে দেয় আইসিসিকে। বাংলাদেশ-ভারত ক্রিকেটের এমন পরিস্থিতির মধ্যেই আজ থাইল্যান্ডে ফুটসালে দুই দল মুখোমুখি হয়েছিল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত দুই দলই পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

আরও পড়ুনঃ  তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রথমার্ধে বাংলাদেশ দুবার লিড নেয়। ম্যাচের নবম মিনিটে মঈন আহমেদের গোলে বাংলাদেশ ম্যাচে প্রথমবার এগিয়ে যায়। বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তিন মিনিট পরেই সমতায় ফেরে ভারত।

১৬তম মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় বাংলাদেশ। দলের দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক রাহবার খান। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ভারত গোল করলে স্কোরলাইনে ২-২ সমতা আসে।

আরও পড়ুনঃ  ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫

দ্বিতীয়ার্ধে ঘটে উল্টো ঘটনা। ভারত দুবার লিড নেয়। বাংলাদেশ সমতা আনে। ম্যাচের ২৭তম মিনিটে প্রথমবার এগিয়ে যায় ভারত। চার মিনিট পর বাংলাদেশকে সমতায় ফেরান মঈন আহমেদ। ভারতের গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে করেন নিজের দ্বিতীয় গোলটি।

ম্যাচের ৩৬তম মিনিটে ভারত গোল করলে পরাজয়ের শঙ্কা জাগে বাংলাদেশের। তবে পরের মিনিটেই ভারতের ডিফেন্ডারের পা থেকে বল ছুটলে বাংলাদেশের অধিনায়ক রাহবার খান দারুণ দক্ষতায় কেড়ে নিয়ে জোরালো শটে গোল করেন। এতে বাংলাদেশ আবার সমতা পায়।

আরও পড়ুনঃ  ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল সেনাবাহিনী

ম্যাচের শেষ তিন মিনিটে দুদলই গোলের সুযোগ মিস করেছে। বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি ভারত। আবার বাংলাদেশের ফরোয়ার্ডের নেয়া শট গোলরক্ষক পরাস্ত হলেও পোস্টের গা ঘেষে বের হওয়ায় ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের।

সাবিনা-মাসুরারা রাহবারদের সমর্থন দিয়েছেন গ্যালারি থেকে। আগামীকাল নারী সাফ ফুটসালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। দুই টুর্নামেন্টেই সাফের ছয়টি দেশ অংশগ্রহণ করছে। পাঁচ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।