
অনলাইন ডেস্ক : গত ২৯.৩০ জুলাই ভারতে অনুষ্ঠিত ৭ম ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ অংশ গ্রহণ করে আঞ্জুমান হক রেশমি কাতায় স্বর্ন , দুটি ওজন শ্রেণীতে খেলে কুমিতে রৌপ্য " পদক অর্জন করেছে। আঞ্জুমান হক রেশমি সিতোরিউ কারাতে দো বাংলাদেশ এর একজন নিয়মিত কারাতে খেলোয়াড়। উপদেষ্টা আনসারুল হক রানা উক্ত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, মালয়েশিয়া, স্বাগতিক ভারত সহ সাতটি দেশ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ১১ বৎসর ক্যাটাগরিতে আঞ্জুমান হক রেশমি অংশগ্রহণ করে।আঞ্জুমান হক রেশমি বিগত কয়েকটি প্রতিযোগিতায় স্বর্ণপদকসহ একাধিক পদক অর্জন করায় আঞ্জুমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিতোরিউ কারাতে দো বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শিহান মুস্তাফিজুর রহমান , সহ সভাপতি সিহান শেখ ওয়াহেদ আলী সিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম মৈশান সহ এসকেডিবির সকল...
Developed by BDITHOST