
অনলাইন ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলায় গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জনের বেশি। বৃহস্পতিবার সন্ধ্যায় মসালে হোসাল্লি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরইমধ্যে ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। আইজিপি বোরালিঙ্গাইয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে মসালে হোসাল্লিতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গতিতে একটি ট্রাক ঢুকে পড়ে। এ ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং চালকও আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন স্থানীয় গ্রামবাসী এবং ৩ জন প্রকৌশল শিক্ষার্থী। পুলিশ জানায়, চার লেনের এনএইচ-৩৭৩ মহাসড়কের এক পাশে গ্রামবাসী শোভাযাত্রা করছিল। অন্য লেনে যান চলাচল ঘুরিয়ে দিয়ে রাস্তা বন্ধ রেখেছিল পুলিশ।...
Developed by BDITHOST