নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:০৩। ২৭ অক্টোবর, ২০২৫।

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

অক্টোবর ২৬, ২০২৫ ১০:৫৮
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ধলাই জেলার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে এক শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার বিএসএফের ১৫৪ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা কাজের সন্ধানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় যাওয়ার উদ্দেশ্যে আমবাসায় পৌঁছান। তারা সবাই বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা।

ত্রিপুরা পুলিশের একাধিক সূত্র বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাংলাদেশিদের একজন প্রায় এক মাস আগে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেন বলে জানিয়েছেন। এর আগে, তিনি বাংলাদেশের একটি চা-বাগানে কাজ করতেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল। ওই ব্যক্তি তাকে আগরতলার এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।

এরপর তিনি ও অন্যরা আগরতলায় যান এবং সেখান থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে জলপাইগুড়ির পথে রওনা দেন। আমবাসা রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার আগ মুহূর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেন।

ত্রিপুরা পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা জলপাইগুড়ি জেলার দালালকে ব্যক্তিগতভাবে চেনেন না বলে দাবি করেছেন। কিন্তু তাদের ছবি আগেই ওই ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল।

বর্তমানে আমবাসা সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) সহায়তায় গ্রেপ্তার ছয় বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করছেন বিএসএফ সদস্যরা। বিএসএফ বলেছে, জিজ্ঞাসাবাদ শেষে ওই বাংলাদেশিদের আমবাসা থানা পুলিশের হস্তান্তর করা হবে। একই সঙ্গে আগামীকাল (সোমবার) তাদের আদালতে তোলা হবে।

অর্থের বিনিময়ে অবৈধ উপায়ে ওই বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে এনই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।