
অনলাইন ডেস্ক: বিশ্বের বৃহৎ ২০ অর্থনীতির দেশের জোট জি-২০ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আর ভারতে আসার পথে সাংবাদিকদের ঋষি জানিয়েছেন, তার আশা ভারতের জামাই হিসেবে তিনি নয়াদিল্লিতে জামাই আদর পাবেন। শনিবার ৯ সেপ্টেম্বর থেকে শুরু করে রোববার ১০ সেপ্টেম্বর পর্যন্ত দুইদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ঋষি সুনাক এর আগেও ভারত এসেছেন। তবে গত বছর প্রধানমন্ত্রী হওয়ার পর এবং ২০১৯ সালের করোনা মহামারির পর এবারই প্রথমবার দেশটিতে যাচ্ছেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক বিয়ে করেছেন দেশটির অন্যতম ধনী ব্যক্তি নারায়ন মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে। আর ভারতীয় নারীকে বিয়ে করায় তাকে ‘ভারতের জামাই’ হিসেবে অভিহিত করা হয়। এছাড়া ধার্মিক হিন্দু হিসেবেও ভারতেও আলাদা কদর পেয়ে থাকেন তিনি। ভারতের বিশেষ অ্যাপ্যায়ন পাওয়ার...
Developed by BDITHOST