
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বুধবার সন্ধ্যা ভারতে পাচার হয়ে যাওয়া ৩০ জন বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসাদের মধ্যে ১৯ জন কিশোর এবং ১১ জন কিশোরী রয়েছে। জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, ফেরত আসাদের ঘটনাগুলো ভিন্ন হলেও বেশিরভাগকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পাচার করেছিল। পরে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে তারা পুলিশের হাতে আটক হয়। আদালতে সোপর্দ করার পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করতে হয় তাদের। সাজা শেষে ভারতীয় মানবাধিকার সংগঠনগুলো তাদের হেফাজতে নিয়ে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ট্রাভেল পাসের মাধ্যমে তাদের দেশে ফেরানো হয়। ফেরত আসা কিশোর আবদুল্লা...
Developed by BDITHOST