
বেনাপোল প্রতিনিধি: ভারতে পালানোর সময় বেনাপোলে বিস্ফোরক মামলার আসামি আটক ভারতে পালানোর চেষ্টা করার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি দীপক কুমার বিশ্বাস (৫৫)-কে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক দীপক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দীপক মাগুরা সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি দায়ের হয় চলতি বছরের ১০ অক্টোবর, নম্বর—১০/২০২৪। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, “গোপন সূত্রে খবর পাই, বিস্ফোরক মামলার আসামি দীপক বিশ্বাস ভারতে পালানোর চেষ্টা করবেন। এরপর থেকেই ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়।” তিনি আরও জানান, “সন্ধ্যার দিকে দীপক তার স্ত্রী ও মেয়েকে নিয়ে পাসপোর্ট জমা দিয়ে এক্সিট...
Developed by BDITHOST