
অনলাইন ডেস্ক : ভারতে এক ব্রাজিলিয়ান তরুণীর ছবি দিয়ে তৈরি কার্ডে ২২ বার ভোট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। গতকাল বুধবার (৫ নভেম্বর) কংগ্রেসের হেডকোয়ার্টারে এমন ভয়াবহ জালিয়াতি তুলে ধরেন রাহুল। তিনি সবার সামনে একটি ভোটার তালিকা প্রকাশ করেন। যেখানে ওই ব্রাজিলিয়ান নারীর ছবি দিয়ে তৈরি ২২টি কার্ড দেখা যায়। যেগুলোতে ব্যবহার করা হয়েছে, সীমা, সুইটি, সরস্বতী, রেশমি এবং ভিমলার মতো ভারতীয় নাম। রাহুল তালিকা দেখিয়ে বলেন, “এই নারী কে? তার নাম কী? তিনি কোন রাজ্যের বাসিন্দা? তাকে দেখে কি হরিয়ানার নারীর মতো লাগে? কিন্তু তিনি হরিয়ানায় ২২ বার ভোট দিয়েছেন।” রাহুল অভিযোগ করেন ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগসাজস করে এই কাজ করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, “কোনো একক বুথ পর্যায়ে নয়, কেউ একজন ভোটার লিস্টের...
Developed by BDITHOST