অনলাইন ডেস্ক : ভারতে দীপাবলী উৎসব উপলক্ষ্যে একটি কোম্পানির ৫১ জন কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়েছেন সেই কোম্পানির মালিক। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ে ঘটেছে এ ঘটনা। আলোচিত সেই কোম্পানিটির নাম মিটস হেলথকেয়ার। চণ্ডিগড়ের পঞ্চকুলা এলাকায় কোম্পানির সদর দপ্তর। মিটস হেলথকেয়ারের মালিক এম কে ভাটিয়া নিজেই এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়ীর পাশাপাশি সমাজসেবী হিসেবেও পরিচিতি আছে তার। ওষুধ, মেডিকেল সামগ্রী ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন পণ্য তৈরি করে মিটস হেলথকেয়ার। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কড ইনে পোস্ট করা এক বার্তায় কর্মীদের গাড়ি উপহার দেওয়ার তথ্য এম কে ভাটিয়া নিজেই নিশ্চিত করেছেন। বিভিন্ন কর্মী গাড়ি চাবি হস্তান্তরের ছবিও লিঙ্কড ইন পোস্টে শেয়ার করেছেন তিনি। কর্মীদের উপহার হিসেবে দেওয়া নতুন গাড়িগুলো সেগুলো ভারতীয় কোম্পানি টাটা’র তৈরি টাটা পুঞ্চ এসউভি মডেলের। লিঙ্কড ইন পোস্টে...
Developed by BDITHOST