
স্টাফ রিপোর্টার : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, এমপি বলেছেন, ১৯৭১ সালে ভারত আমাদের যে সহযোগিতা করেছে তা কখনো ভুলা যাবে না। ভারতের অনেক সৈনিক মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে। ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্ত দিয়ে লেখা। বৃহস্পতিবার (০১ জুন) বিকালে অ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে ‘ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্ট ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ভারতের সাথে যে কোনো যৌথ কাজে আমরা গর্ব অনুভব করি। এই খেলার মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, বাংলাদেশ টেনিসে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রতিভা আছে, সঠিক ব্যক্তিকে খুঁজে বের করে কাজে লাগাতে হবে। আমরা এমন একজন টেনিস খেলোয়াড় তৈরি করতে চাই, যার মাধ্যমে সারা বিশ্ব বাংলাদেশকে চিনবে। বিশ্বে...
Developed by BDITHOST