
অনলাইন ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বছর। ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি চলবে এই প্রতিযোগিতা। বাংলাদেশও খেলবে সেখানে, তাদের প্রথম ম্যাচ ভারতের সঙ্গে। অন্য দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যুক্তরাষ্ট্র ও ভারত ম্যাচ দিয়ে শুরু হবে এই বিশ্বকাপ। ১৬ দলের প্রতিযোগিতায় চারটি গ্রুপে ৪টি করে দল থাকছে। ২৩ দিনে হবে ৪১ ম্যাচ। প্রথম দিনে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড এবং অভিষিক্ত দল তাঞ্জানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। ২০২০ সালে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার আসরে খেলা জাপানও ফিরছে এই বিশ্বকাপে। আগামী ১৭ জানুয়ারি বুলাওয়েতে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ। তিন দিন পর ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে ২৩ জানুয়ারি। ১৬ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।...
Developed by BDITHOST