নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১০:৩৯। ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

ভারত ম্যাচ নিয়ে যা ভাবছে পাকিস্তান

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের বিপক্ষে প্রায় ১৫ মাস পর খেলতে নামছে পাকিস্তান। সর্বশেষ দুই ম্যাচে হেরেছে তারা। রাজনৈতিক এবং কূটনৈতিক প্রেক্ষাপটে আজকের ম্যাচের তাৎপর্য আলাদা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। তবে ম্যাচের আগে এসব নিয়ে ভাবছে না পাকিস্তান।

আরও পড়ুনঃ  বেকার পুরুষ নিয়ে আপত্তি নেই তানিয়ার, খাওয়াবেন সারাজীবন

পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব জানিয়েছেন, এই ম্যাচকে বাকি ম্যাচগুলোর মতোই দেখছেন তারা। আলাদা কোনো উৎসাহ নেই। তিনি বলেছেন, ‘হয়তো সাধারণ মানুষের কাছে এই ম্যাচের গুরুত্ব থাকতে পারে। আমরা সেভাবে দেখছি না।’

‘অন্যান্য প্রতিপক্ষের বিপক্ষে যেমন প্রস্তুতি নিই, ভারতের জন্যও তেমনই প্রস্তুতি নিচ্ছি। আমরা সব সময় একে অপরের পাশে থাকি। দল হিসেবে ভালো খেলতে চাই।’

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের পারস্পারিক মতবিনিময় সভা

আলাদা করে ভারতকে গুরুত্ব দিতে নারাজ আইয়ুব। ছোটবেলায় দেখা ভারত-পাকিস্তান ম্যাচের স্মৃতিচারণেও রাজি নন তিনি। এই ওপেনার বলেছেন, ‘স্মৃতি এখানে আলোচ্য বিষয় নয়। প্রতিযোগিতাটাই আসল। আমরা শুধু ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে এখানে আসিনি। প্রতিযোগিতা জিততে এসেছি।’

আরও পড়ুনঃ  আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্ক করলেন আঁখি

‘গত তিন-চার মাসে আমরা চাপ সামলানো নিয়েই কাজ করেছি। অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলাই আমাদের কাজ। আগের কথা মনে রাখার দরকার নেই।’-যোগ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।