আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধিতে দেশের আমদানি ব্যয় বেড়েছে। যেভাবে আমদানি ব্যয় বেড়েছে সেভাবে বাড়েনি রপ্তানি আয়। একই সঙ্গে কমেছে রেমিট্যান্স। ফলে বাজারে ডলারের প্রবাহ কমেছে। এতে দাম বেড়েছে লাগামহীন গতিতে। এ কারণে মূল্যস্ফীতিতে চাপও পড়ে। একই সঙ্গে বাণিজ্য ঘাটতি ও সরকারের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি বেড়েছে। মূলত ডলার সংকটে এসব ঘাটতির সৃষ্টি হয়েছে। এতে দেশের সামষ্টিক অর্থনীতিতে দেখা দিয়েছে ভারসাম্যহীনতা। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, আমদানি ব্যয় বৃদ্ধিতে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। এর মধ্যে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১১ দশমিক ৬০ শতাংশ। আগে এ হার খুব সামান্য হারে কমত। আমদানি বেড়েছে ৪২ শতাংশ। আগে বাড়ত ১০ থেকে ১৫ শতাংশ। বৈদেশিক বাজারে প্রতিমাসে ঘাটতি হয়েছে ২৫০ কোটি ডলার। আগে উদ্বৃত্ত থাকত। বাণিজ্য ঘাটতি...
Developed by BDITHOST