
অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সিস্টেম (ইএমএস) এবং সংশ্লিষ্ট অ্যাপসসহ অন্যান্য সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ এ নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, ইসির ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যারের ওপর 'ভালনারাবিলিটি অ্যান্ড পিনেট্রেশন টেস্টিং (ভিএপিটি) কার্যক্রম শেষ করতে হবে বলে জানিয়েছে ইসি। আইসিটি অডিট টিমকে এই কার্যক্রমের মাধ্যমে সিস্টেমের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়েছে, ভিএপিটি কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত সকলের প্রয়োজনীয় প্রশিক্ষণ/জ্ঞান/অন্যান্য সহায়তা নিশ্চিত করতে হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সিস্টেম ব্যবহারের পূর্বে নির্বাচন কমিশন সচিবালয়সহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের কাছে কারিগরি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে লিখিত সাপোর্ট নিশ্চিত করার ওপর। এ ছাড়া,...
Developed by BDITHOST