
অনলাইন ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ২০২১ আসরের চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজির মালিক আলি খান তারিন। চাঞ্চল্যকর ঘটনায় আলোচনায় আসতে যার জুড়ি নেই। পিএসএল নিয়ে সমালোচনা করায় তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আইনি নোটিশ পাঠায় পিসিবি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্ল্যাকলিস্টে রাখারও হুমকি দেওয়া হয় আলি তারিনকে। পরে এক ভিডিওতে এসে তিনি সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় মুলতান মালিকের বিরুদ্ধে। ক্ষমা না চাইলে সেই চুক্তি বাতিলের পাশাপাশি কালো তালিকাভুক্তির হুমকি দেওয়া হলেও, বরাবরের মতোই চাঞ্চল্যকর জবাব দিলেন আলি তারিন। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি পিসিবি থেকে সমস্যা সমাধানে কখনোই একটি সিঙ্গেল কল, মেসেজ, ই-মেইল কিংবা আমন্ত্রণ পাইনি।’ ‘তার পরিবর্তে আমাকে...
Developed by BDITHOST