
স্টাফ রিপোর্টার: এক বছর কেটে গেলেও অচলাবস্থা কাটছে না দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)। দীর্ঘ এক বছর থেকে ভাইস চ্যান্সেলর (ভিসি) না থাকায় প্রশাসনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। নিয়োগ, পদোন্নতি, একাডেমিক সিদ্ধান্তসহ পুরো কার্যক্রমেই দেখা দিয়েছে স্থবিরতা। এতদিন আটকে ছিল পরীক্ষাও। তবে সংকট মোকাবিলায় ভিসি নিয়োগ না দিলেও শিক্ষার্থীদের আটকে থাকা পরীক্ষা নেওয়ার জন্য পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. নিয়ামুল বারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। রুয়েট উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ বিশ্ববিদ্যালয়ের শুধু একাডেমিক কার্যক্রম পালন করতে পারবেন। গত মঙ্গলবার (১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। সেই চিঠি এরই মধ্যে পৌঁছেছে। এর আগে রুয়েটের একাডেমিক কার্যক্রম সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে...
Developed by BDITHOST