নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৪:৫৬। ২৩ জানুয়ারি, ২০২৬।

ভুটানকে হারিয়ে ফুটসালে ‘অভিষেক’ জয় বাংলাদেশের

জানুয়ারি ১৮, ২০২৬ ১১:১৫
Link Copied!

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছিল। এতে ৪-১ গোলে বাংলাদেশ জয়লাভ করে। গতকাল সাবিনারা ভুটানের নারী দলের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। দু’টি গোলই করেন মঈন। বিরতির পর ভুটান গোল করে খেলায় ফেরার চেষ্টা করে। ভুটানের একটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। ভুটান সমতা আনতে না পারলেও বাংলাদেশ লিড অব্যাহত রাখে। ফয়সালের গোলে স্কোরলাইন ৩-১ হয়। ইব্রাহিমের গোলে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়।

আরও পড়ুনঃ  তানোরে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভনে ৭৫ বছরের বৃদ্ধের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ

আজ ম্যাচের আগে বাংলাদেশের দলীয় পরিস্থিতি স্বাভাবিক ছিল না। সহ-অধিনায়ক ইনতিশার মোস্তফাকে দল থেকে বাদ দেয়া হয়। টুর্নামেন্টের মাঝপথে একজন খেলোয়াড়কে বাদ দেয়া সামগ্রিক দলের উপর প্রভাব পড়ে। সেই চাপ কাটিয়ে খেলার মাঠে লড়াই করেছেন খেলোয়াড়রা। প্রতিকূলতা পেরিয়েও জয় এনে দিয়েছেন।

আরও পড়ুনঃ  রুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ পুরুষ ফুটসাল দল আন্তর্জাতিক ফুটবলে পদার্পণ গত বছর এশিয়ান ফুটসালের মাধ্যমে। মালয়েশিয়ায় অনুিূষ্ঠত সেই টুর্নামেন্টে বাংলাদেশ কোনো ম্যাচই জিততে পারেনি। এরপর সাফ ফুটসালের প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ ছিল জয়হীন। ভারতের বিপক্ষে লড়াই করে ড্রয়ের পর মালদ্বীপের কাছে হারে। আজ তৃতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে ফুটসালে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে।

আরও পড়ুনঃ  পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনের বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

নারী ও পুরুষ দুই বিভাগেই সাফের ছয়টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ নারী দল দুই ম্যাচের একটিতে জয় ও আরেকটিতে ড্র করেছে। পুরুষ দল তিন ম্যাচে একটিতে জয়, হার ও ড্র। পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই চ্যাম্পিয়ন হবে। আগামীকাল সাবিনারা নেপালের বিপক্ষে খেলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।