
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার শতবর্ষী প্রতিষ্ঠান সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার বিভিন্ন শ্রেণীর প্রশ্নপত্রে নানা ভুল ও অসঙ্গতি পাওয়া গেছে। প্রশ্নপত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের বানান ভুল ও মুজিবনগর সরকার নিয়ে একাধিক শ্রেণীর প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষার সিলেবাসে শিক্ষার্থীদের রচনা পড়ানো হয়েছিল আমাদের দেশ, জাতীয় ফল, পরিবেশ দূষণ, শীতকাল, প্রিয় বই ও একুশে ফেব্রুয়ারি। কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি করা হয়েছে বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে। রচনা এসেছে ফুটবল, বিজয় দিবস ও ছাত্রজীবন। এতে পূর্বে এসব বিষয়ে প্রস্তুতি না থাকায় শিক্ষার্থীরা রচনা লিখতে পারেনি। সষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষায় ১-১৩ নং পাঠ পর্যন্ত অন্তর্ভুক্ত ছিল। প্রশ্নপত্রের উপরে...
Developed by BDITHOST