অনলাইন ডেস্ক : দেশে সম্প্রতি চার দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকালে স্মরণকালের অন্যতম শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ সারাদেশ, যেখানে কয়েক জনের প্রাণহানিও ঘটে। একের পর এক এসব ঘটনার পর ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক জরুরি দিকনির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (২৪ নভেম্বর) দেশের সব অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাউশি। এতে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনগুলো শনাক্ত করে প্রয়োজন হলে অস্থায়ী ক্লাসরুম চালু করা বা অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পগুলোর প্রেক্ষাপটে সারা দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে...
Developed by BDITHOST