
অনলাইন ডেস্ক : ঢাকা টেস্টের তৃতীয় দিনে ৫৬তম ওভারে মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় বল। তারপরই এক গোলমেলে অবস্থা মাঠজুড়ে। খেলা গেল থেমে। খেলোয়াড়রা ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে বাউন্ডারি লাইনে এলেন। দর্শকরাও আতঙ্কিত। প্রেসবক্স থেকে বের হয়ে যান সংবাদকর্মীরা। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা। তার প্রভাব পড়ল খেলায়। প্রায় তিন মিনিট বন্ধ ছিল খেলা। তারপর মাঠে নেমে তাইজুল ইসলাম পেলেন জোড়া সাফল্য। ৫৯তম ওভারের প্রথম বলে দোহেনিকে ৪৬ রানে বোল্ড করেন বাংলাদেশি স্পিনার। ২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেন তিনি। ৮১ রানে জুটি ভাঙার পর এক বল বিরতি দিয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন বোল্ড। ডাক মারেন আইরিশ ব্যাটার। ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দিন শুরু করেছিল আয়ারল্যান্ড। ১১ রানে খেলতে নামা লরকান টাকার হাফ সেঞ্চুরি করেছেন। প্রথম সেশন শেষে ৭ উইকেটে ২১১...
Developed by BDITHOST