স্টাফ রিপোর্টার : ভোক্তাদের অধিকার রক্ষায় মাঠপর্যায়ে আরও শক্তিশালী ভূমিকা রাখতে চায় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। দুর্নীতি, বাজারে সিন্ডিকেট বিরোধী অভিযান, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য, খোলা ভোজ্যতেল ও খাদ্যের মান নিয়ন্ত্রণ—সবক্ষেত্রে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ‘ঢাল’ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন ক্যাবের সভাপতি এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, “আমরা সরকারের মুখপাত্র নই, জনগণের প্রতিনিধি হিসেবে সহযোগী ভূমিকায় থেকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব।”সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গেইন ফুড সার্টিফিকেশন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে রাজশাহী বিভাগের সকল জেলার ক্যাব নেতারা অংশ নেন। বাজারে খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি বন্ধে ক্যাব আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন ক্যাবের...
Developed by BDITHOST