
স্টাফ রিপোর্টার: দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। তবে দলের এই সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ১৬ নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ওই নেতাদের পক্ষে কাজ করছেন দলের অনেক কর্মী ও সমর্থক। তাঁরা নির্বাচনের মাঠে সক্রিয়। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বিএনপি। এ ব্যাপারে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী বলেন, কর্মীদের সম্পৃক্ত না হতে ওয়ার্ডের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনের প্রচারে দেখা গেলে তাঁদের ছবি তোলা হবে। পরে তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে কোনো টিম বা কমিটি গঠন করা হয়নি। গত ২১ মে রাজশাহীতে সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় দলীয় নির্দেশনা অমান্য করে কেউ নির্বাচনে অংশ...
Developed by BDITHOST