
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম। কিন্তু ইভিএমে তাঁর হাতপাখা প্রতীক থাকায় সেখানে ভোট পড়েছে ১৩ হাজার ৪৮৭টি। একইভাবে জাকের পার্টি এবং জাতীয় পার্টির প্রার্থীও ধারণার চেয়ে বেশি ভোট পেয়েছেন। তিনজনে মিলে পেয়েছেন ৩৫ হাজার ৪৭২ ভোট। অথচ রাজশাহীতে এই তিন দলেরই অবস্থা অত্যন্ত নাজুক। জাতীয় পার্টির কিছু সাংগঠনিক কার্যক্রম থাকলেও ইসলামী আন্দোলন এবং জাকের পার্টির ওয়ার্ড পর্যায়ে কমিটিই নেই। নেতাকর্মীও নেই। তারপরও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার গোলাপ ফুল প্রতীকে ১১ হাজার ৭১৩ এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট। অথচ ২০১৮ সালের সংসদ নির্বাচনে এই একই এলাকায় ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হয়ে সাইফুল ইসলাম স্বপন পেয়েছিলেন মাত্র ২০৭ ভোট। অন্য দুই মেয়রপ্রার্থী...
Developed by BDITHOST