
স্টাফ রিপোর্টার: দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ জন শাস্তি পেতে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। রোববার রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এই তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এই তালিকায় রাজশাহী নগরীর রাজপাড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বদিউজ্জামান বদি; ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আবু বকর কিনু; শাহমখদুম থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. টুটুল; শাহমখদুম থানার সাবেক সহ-সম্পাদক আবদুস সোবহান লিটন; নগর যুবদলের সাবেক সহসভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী বেলাল হোসেন একই ওয়ার্ডের প্রার্থী ও নগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক...
Developed by BDITHOST